কোটচাঁদপুরে ৪ জামায়াত কর্মী আটক : বোমা উদ্ধারের দাবি

 

কোর্টচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরা জামায়াতের কর্মী এবং আটকের সময় এদের কাছ থেকে চারটি হাতবোমা উদ্ধার হয় বলে দাবি পুলিশের। তাদেরকে বৃহস্পতিবার ভোরে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিবার সদস্যরা পুলিশের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ডু গ্রামের আব্দুস সবুর খান (৫০), তালশার আদর্শপাড়ার মিজানুর রহমান দর্জি (৩০), গুড়পাড়ার নজরুল ইসলাম (৫০) এবং বহরামপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবীর চৌধুরী দাবি করেন, একদল জামায়াত কর্মী নাশকতা সৃষ্টি উদ্দেশে রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয় গোপন বৈঠক করছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চানজনকে পাঁচটি বোমাসহ আটক করে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  আটক ব্যক্তিদের পরিবার-সদস্যরা বলছেন, তাদের নিজ নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে পুলিশ। বোমা উদ্ধারের কাহিনিও সাজানো। পুলিশ হেফাজতে থাকায় আটক ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।