কোটচাঁদপুরে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধার তালিকা থেকে রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন রফিকুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম চুন্নু ও গোলাম মোস্তফা। গতকাল মঙ্গলবার পৌর পাঠাগার মিলানায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন ২০১৪ সালে মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম চুন্নু ৫৫ ভুয়া মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে তা বাতিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী বরাবর আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী অভিযুক্তদের ভাতাবন্ধ রেখে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। লিখিত বক্তবে অভিযোগ করা হয় মন্ত্রীর এ আদেশ উপজেলা নির্বাহী অফিসার ধামাচাপা দিয়ে রেখেছেন। রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বিগত ৪/৫ বছর যাবত অভিযোগ উঠলেও অভিযুক্তরা কোন প্রতিবাদ করেনি। অপরদিকে মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভুয়াদের বিষয়ে পদক্ষেপ না নিয়ে তিনি বানিজ্য করে আসছেন। অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের বিষয়ে ভাতা বন্ধ রেখে যাচাই-বাচাই সম্পন্নের জন্য সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, মন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছিলাম সত্য। এ নির্দেশ পেয়ে আমি ও উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্তদের ব্যাপারে কাজ শুরু করেছিলাম। এ অবস্থায় নূরুল ইসলাম চন্নু বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একটি রিট করায় আর এগুতে পারেনি।