কোটচাঁদপুরে পিইসি পরীক্ষায় এক কক্ষ পরিদর্শকের অনিয়মে তোলপাড় : শিক্ষা অফিসের শোকজ

কোটচাঁদপুর প্রতিনিধি: সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এক ছাত্রীর প্রতি কক্ষ পরিদর্শকের পক্ষপাতিত্ব আচরণসহ ওই শিক্ষকের রহস্যময় অনাধিকার দায়িত্ব পালনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আলোচিত শিক্ষককে গতকাল সোমবার উপজেলা শিক্ষা অফিস থেকে কৈফিয়ত তলব করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পৌর এলাকার রথখোলা সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে অংক পরীক্ষার দিন অলিমা নামে এক ছাত্রী কক্ষ পরিদর্শক মিজানুর রহমানের কাছে লুজশীট চায়। কিন্তু কক্ষ পরিদর্শক মিজানুর ইচ্ছাকৃতভাবে দেরিতে ওই ছাত্রীকে লুজশীট দেন বলে ছাত্রী বাড়ি এসে অভিভাবকদের জানাই। কক্ষ পরিদর্শক মিজানুর রহমান পরীক্ষার্থীর প্রতি এহেন আচরণ চাউর হলে এ নিয়ে এলাকায় সচেতন মহলে তোলপাড়ের সৃষ্টি হয়। উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান জানান, তিনি অভিযোগটি অবগত হয়ে অনুসন্ধানে জানতে পারেন ওই শিক্ষককে রথখোলা সরকারি প্রাথমিক ¯ু‹ল কক্ষ পরিদর্শকের দায়িত্বই দেয়া হয়নি। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা আছে পৌর এলাকার কোনো শিক্ষক পৌর এলাকার কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পাবেন না। তাকে দায়িত্ব দেয়া হয়নি। সে কিভাবে রথখোলা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করলো তা জানাতে কেন্দ্রসচিব মরিয়ম খাতুন ও হলসুপার আনোয়ারা বেগমকে শিক্ষা অফিস কৈফিয়ত তলব করেছে। আর শিক্ষক মিজানুর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে।