কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

 

কোটচাঁদপুর প্রতিনিধি: আপনারা জনপ্রতিনিধি, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে জন নিরাপত্তার বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। বর্তমানে এই অবরোধকালে কেউ যাতে নাশকতা, বিশেষ করে রেল লাইনে নাশকতা না চালাতে পারে সে বিষয়ে নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নজর রাখবেন। গতকাল সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রম ও সার্বিক বিষয়ে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা সুলতানা, সাবদারপুর ইউপি চেয়ারম্যান আজগর আলী, কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার আশিকুর রহমান ও প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম মাল্টিমিডিয়া ক্লাসের ব্যাপারে গুরুত্বারোপ করেন, সেইসাথে নতুন বছরের শুরুতেই স্কুলের নির্ধারিত ড্রেস, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও অ্যাসেম্বলির ওপর গুরুত্ব দেন।