কৈশোরেই মাদকের কবলে : মাদরাসা ছাত্র সেজে টাকা তোলার সময় মেহেরপুরে আটক ৩ কিশোর

 

মেহেরপুর অফিস: ওদের কারো বয়স ১৬ কারো ১৩। মাদরাসার ছাত্র না হয়েও লেভাস ধরে ওরা দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে আদায় করছিলো টাকা। অবশেষে তিন কিশোর মেহেরপুর জেলা সদরে ধরা পড়েছে। এরপর খুলেছে তাদের মুখোশ। এরা হলো-  কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার কাতলামারী গ্রামের বজলুর রহমানের ছেলে নূরুজ্জামান (১৬), ইউসুফ আলীর ছেলে সোনাহার (১৪) ও মৃত আব্দুস সামাদের ছেলে জিহাদ (১৩)।

জানা গেছে, মেহেরপুর শহরে বাসস্ট্যান্ডপাড়ার কলির বাগানে মধ্যে প্যান্ট-শার্ট পরিবর্তন করে পায়জামা-পাঞ্জাবি পরে মাদরাসাছাত্র সাজে। এরপর বিভিন্ন দোকানে ও পাড়া মহল্লায় গিয়ে টাকা-পয়সা ও চাল-ডাল তোলে। পরে তারা ওই চাল-ডাল বিক্রি করে নিজেদের মধ্যে পয়সা ভাগ বাটোয়ারা করে নেয়। গণধোলাইয়ের এক পর্যায়ে তারা আরো জানায়, ওই টাকা দিয়ে তারা নেশা করে। প্রায় ৩ বছর ধরে এরা মেহেরপুর শহর-গ্রামে ওই কাজ করে আসছে বলে আরো জানায়। তারা বলে তাদের পোশাক পরিবর্তন করে গ্রামে ফিরে যায়। গতকাল মারধর শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *