কেরুজ ফুলবাড়ি বাণিজ্যিক খামারে অনিয়মের অভিযোগ : খাতাপত্র জব্দ

বেগমপুর প্রতিনিধি: কেরুজ ফুলবাড়ি বাণিজ্যিক খামারের খামার ইনচার্জ, সুপারভাইজার ও করণিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ অভিযোগের প্রমাণ পেয়ে স্টোরের হাজিরা খাতা জব্দ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, সম্প্রতি কেরুজ ফুলবাড়ি বাণিজ্যিক খামারের খামার ইনচার্জ আব্দুল হান্নান, সুপারভাইজার উৎপল ও করণিক হারুন অতিরিক্ত হাজিরা দেখিয়ে প্রায় ১৮ হাজার টাকার বিল উত্তোলন, ৪২ ঘণ্টা সেচযন্ত্র চালিয়ে প্রায় ৯৬ ঘণ্টার তেল খরচ দেখানো, (প্রায় ৩০ হাজার টাকার তেল বিক্রি) বিভিন্ন প্রকার মরাগাছ চিনিকলে দেয়ার নাম করে কেটে তা থেকে সারি অংশ আত্মসাত এবং ফার্ম ইনচার্জ আব্দুর হান্নান হাজিরা খাতায় অ্যাডভান্স সহি করেন বলে অভিযোগ পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান গত ৫ ফেব্রুয়ারি ফুলবাড়ি ফার্মে যান এবং অভিযোগের সত্যতা পেয়ে ওই ফর্মের স্টোরের খাতা এবং হাজিরা খাতা জব্দ করে নিয়ে আসেন। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।