কুড়–লগাছিতে বিদ্যুতস্পৃষ্টে শামসুল মহুরারে মৃত্যু

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে শামসুল মহুরারের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গরুর ঘাস কাটতে নিজ জমিতে যান শামসুল হক। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে হাতে হেসোঁর সাথে বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তারর স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। শামসুল হক ওই গ্রামের করিম মড়লের ছেলে।
স্থানীয় ব্যক্তিরা ও গ্রামবাসী জানায়, শামসুল মহুরার প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের নিজ বাগান থেকে গরুর ঘাস কাটার জন্য বিকেলে মাঠে যান। মাঠ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে বিদ্যুতের তারের সাথে হেসোঁ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর ঘটনায় কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, আ.লীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান মিলন, দর্শনা গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হাশেম রেজা হসমত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আজ সকাল ৯টার দিকে হরিশচন্দ্রপুর কবরস্থানে শামসুল মহুরার জানাজা শেষে দাফন করা হবে।