কুষ্টিয়া কুমারখালীতে দুগ্রুপের সংঘর্ষে নিহত-১

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুপের সংঘর্ষে আইনুর ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৭ জন। গতকাল রোববার রাত ৯টার দিকে কুমারখালী উপজেলার চরজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। তবে তাক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার লিমন রায় জানান, রাতে চরচাপাড়া গ্রামের আব্দুর রহিম এবং আইনুল গ্রুপের লোবজনের ওপর চড়াও হয়। একপর্যায়ে আইনুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর এলাকায় অতিরক্ত পুলিশ মোতায়েন করা হয়ে হলেও উত্তেজনা বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *