কুকুরছানা বাঁচাতে গিয়ে মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের পোষা কুকুরছানাটি বাঁচাতে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন এক প্রকৌশলী ও তার বান্ধবী। বান্ধবী গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে গেলেও তার প্রেমিক প্রকৌশলী মারা যান। সামান্য একটি কুকুর ছানাকেবাঁচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পাহাড় থেকে ওই দুই প্রেমিক যুগলের লাফ দেওয়ার ঘটনাটি মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ২৭ বছর বয়সী প্রকৌশলী রিস ক্লার্ক ও তার পোলিশ বংশোদ্ভূত প্রেমিকা আনিয়া প্রিয় কুকুরছানা শেরলককে নিয়ে পাহাড়ের ওপরে হাঁটছিলেন। হঠাৎ পাহাড়ের চূড়া থেকে ১০ ফুট নিচে পড়ে যায় শেরলক। তাকে বাঁচাতেই রিস ক্লার্ক ও আনিয়া লাফ দেন। কিন্তু ১০ ফুট নিচের লক্ষ্যস্থল থেকে তারা দুজনই হাতে ‍হাত থাকা অবস্থায় ছিটকে পড়ে পাহাড়টির পাদদেশে। ঘটনাস্থলেই প্রাণ হারায় রিস। আর ভাগ্যচক্রে বেঁচে যায় পিএইচডি শিক্ষার্থী আনিয়া।