কালীগঞ্জের ত্রিলোচনপুরে পল্লি বিদ্যুত সংযোগকালে এমপি আনার

বিদ্যু খাতে সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৯৩টি পরিবারকে পল্লি বিদ্যুতের আওতায় আনা হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে গ্রামটিতে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে ত্রিলোচনপুর কমিউনিটি ক্লিনিকের সামনে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লি বিদ্যুত কর্মকর্তা স্বপন অধিকারী, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যার জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইসরাইল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান সাবরুস সোবহান, ইউপি সদস্য আব্দুল গফুর, ডাক্তার লিটন, যুবলীগ নেতা উজ্জত আলী, ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুত খাতের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষ আজ প্রশংসা করছে। তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে তার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। তাই দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগের সাথে থেকে বিএনপির দেশ ধ্বংসের রাজনীতিকে রুখে দিতে হবে।