কার্পাসডাঙ্গায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে কিশোরী তানিয়া খাতুন।দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই তপন কুমার নন্দী এ বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে আবু তালেবের মেয়ে তানিয়া খাতুনের সাথে একই ইউনিয়নের হরিরামপুর গ্রামের রাজকিন মিয়ার ছেলে জাহিদুলের (১৮) বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়। আবু তালেবের শ্বশুর কানাইডাঙ্গা গ্রামের শামসুল ইসলামএবং কনের নানার বাড়িতে আয়োজন চলছিলো। বাড়িতে বরযাত্রী ও বর এসে হাজির হয়। গতকাল বেলা ১২টার দিকে সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই তপন কুমার নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়েবাড়িতেউপস্থিত হয়ে বিয়ে ভেঙে দেনএবং দু পরিবার তাদের ছেলে মেয়েকে বাল্যবিয়ে দেবে না বলে অঙ্গীকার করে।