কক্সবাজারে ট্রলার ডুবে ছয় জেলের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজার সদরের খুরুশকুল উপকূল থেকে ছয় জেলের লাশসহ একটি বিধ্বস্ত ফিশিং বোট (মাছ ধরার ট্রলার) উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে সাত জেলেকে। গতকাল রোববার সন্ধ্যায় খুরুশকুল জালিয়াপাড়া রাখাইন ঘাট থেকে এদের উদ্ধার করা হয়। শনিবার রাতে কক্সবাজার শহরের নাজিরার টেক সাগর মোহনায় দুটি ফিশিং বোটের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি বোট ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছয় জেলের মৃত্যু নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।

কক্সবাজার সদরের খুরুশকুল মামুনপাড়ার বাসিন্দা নওশাদ আনাস শান্ত জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে এফবি মায়ের দোয়া নামের বিধ্বস্ত একটি বোট খুরুশকুল জালিয়াপাড়া উপকূলে ভেসে আসে। ওই বোট থেকে ৬ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত করেছেন স্থানীয়রা। এদের মধ্যে একজন রহমত উল্লাহ ও অপরজন কবির। এরা খুরুশকুল জলসিড়ি আবাসন প্রকল্পের বাসিন্দা।