ওবামার ইমেল হাতিয়ে নিয়েছে রাশিয়ার হ্যাকাররা

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কিছু ইমেইল গত বছর  হাতিয়ে নিয়েছে রাশিয়ার হ্যাকাররা। হোয়াইট হাউজের স্পর্শকাতর  কম্পিউটার ব্যবস্থার কিয়দংশে সাইবার হামলা চালিয়ে এ ঘটনা ঘটায় হ্যাকাররা। ওবামার অনেকগুলো ইমেল হ্যাকাররা পড়েছে। তবে হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, খোদ প্রেসিডেন্টের ইমেল অ্যাকাউন্টে হ্যাকাররা ঢুকতে পেরেছে এমন কোনো প্রমাণ নেই। হ্যাকাররা প্রেসিডেন্ট ওবামার কিছু চিঠিপত্র হাতিয়ে নিতে পারলেও গোপন কোনো তথ্য চুরি করতে পারেনি বলে জানিয়েছে হোয়াইট হাউজ। চলতি মাসের গোড়ার দিকে হোয়াইট হাউজ কম্পিউটার ব্যবস্থায়  সাইবার হামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ হ্যাকিঙের ঘটনাটি জনসম্মুখে যতোটুকু বলা হচ্ছে তার চেয়েও বেশি আগ্রাসী এবং উদ্বেগজনক। কারণ গোপন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত না হলেও কম্পিউটার সিস্টেমের যেটুকু অংশ হ্যাকিঙের শিকার হয়েছে তাতে এখনো রয়ে গেছে অনেক স্পর্শকাতর তথ্য।