এসএসসি ও সমমানের ফল যাদের মনঃপূত হয়নি তারা আজ থেকেই চ্যালেঞ্জ করতে পারবে। ১১ মে পর্যন্ত বোর্ডগুলো এসএমএসে আবেদন গ্রহণ করবে। ১১ জুনের মধ্যে আবেদনের ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আবেদন প্রক্রিয়া আগের মতই। বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ ব্যাপারে বিজ্ঞপ্তি আছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে।RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে।
এসএসসি ও সমমানের ফল যাদের মনঃপূত হয়নি তারা আজ থেকেই চ্যালেঞ্জ করতে পারবে
