এবার শ্বশুরের দায়ের করা চেক জালিয়াতি মামলায় জামাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার: জামাইয়ের মামলায় শ্বশুর গ্রেফতারের দুইদিনের মাথায় এবার শ্বশুরের দায়ের করা মামলায় জামাইকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা আবাসিক নামক হোটেল থেকে জামাই শামসুজ্জামান লেমনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়। জামাইয়ের দায়ের করা মামলায় শ্বশুর জাহিদ হোসেনকে গত মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা শহরের একটি ফটোস্ট্যাটের দোকানের সামনে থেকে জাহিদকে পুলিশ গ্রেফতার করে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত আবদুল বারীর ছেলে শামসুজ্জামান লেমন ও ঢাকার কদমতলী থানার জুরাইন ঋষীপাড়ার জাহিদ হোসেন সম্পর্কে জামাই-শ্বশুর। এদের মধ্যে বিদেশে যাওয়ার টাকাপয়সা লেনদেন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। তা শেষমেশ মামলা মোকদ্দমায় গড়ায়। গত ২৫ জুলাই জামাইয়ের মামলায় হাজিরা দিতে চুয়াডাঙ্গায় আসেন শ্বশুর জাহিদ হোসেন। তিনি সকাল সাড়ে ৯টার দিকে কলেজ রোডস্থ একটি ফটোস্ট্যাটের দোকানের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আবাসিক হোটেলে অবস্থানের সময় শ্বশুরের দায়েরকৃত চেক জালিয়াতি মামলায় জামাই শামসুজ্জামান লেমনকে সদর থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম গ্রেফতার করেন।