এখনও শহিদকে এড়িয়ে চলেন কারিনা

 

মাথাভাঙ্গা মনিটর: সাত বছর আগে বিচ্ছেদ হলেও প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরকে এখনও এড়িয়ে চলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। গত সাত বছরে বদলে গেছে অনেক কিছু। কাপুর কন্যা কারিনা এখন সাইফ আলি খানের সহধর্মিণী। জীবন অনেক দূর এগিয়ে গেলেও এখনও প্রাক্তন প্রেমিকের উপস্থিতিতে স্বচ্ছন্দ হতে পারেন না কারিনা। সুপারহিট ছবি জব উই মেটর পরই বিচ্ছেদ হয়ে গিয়েছিলো তাদের। প্রতিবেদনে জানা গেছে, বিচ্ছেদের সময়ই দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো যোগাযোগ রাখবেন না। কিন্তু দীর্ঘ সাত বছর পর এখনও দেখা হলে দুজন দুজনকে এড়িয়ে চলেন তারা। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শহিদের মহড়া চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হন কারিনা। মুখোমুখি হতেই সেখান থেকে সরে পড়েন করিনা। কিছুদিন আগে কফি উইথ করণের শোতে এসেও কারিনা জানিয়েছিলেন, প্রাক্তন প্রেমিকের সাথে কাজ করতে অসুবিধা রয়েছে তার। প্রসঙ্গত, শহিদের সাথে বিচ্ছেদের পর পতৌদির নবাব সাইফ আলী খানের সাথে পাঁচ বছর চুটিয়ে প্রেম করেন কারিনা। এরপর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ-কারিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *