উত্তর প্রদেশে গঙ্গায় ১০৪ লাশ!

মাথাভাঙ্গা মনিটর: এ পর্যন্ত ৩০টি লাশ উদ্ধার করা হলেও গতকাল বুধবার সকালের মধ্যেই লাশের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। প্রাদেশিক রাজধানী লক্ষ্মৌ থেকে ৬০ কিলোমিটার দূরে উন্নাও ও কানপুরের মাঝামাঝি পারিয়ার কাছে অর্ধগলিত লাশগুলো ভাসতে দেখা গেছে। স্থানীয় অধিবাসীরা খবর দেয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা লাশগুলোর সন্ধান পান। শ্বশানের কাছাকাছি একটি ফেরিঘাটের কাছে লাশগুলো পাওয়া যায়। ঘটনাটি নিয়ে দু জায়গাতেই আলাদা আলাদাভাবে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, যেসব পরিবারের লাশ দাহ করার মতো অর্থ নেই এই লাশগুলো সেইসব পরিবারের। কানপুর পুলিশের ইন্সপেক্টর জেনারেল আশুতোষ পান্ডে বলেন, অর্থের অভাবে এই মৃতদেহগুলো তাদের পরিবারের সদস্যরা গঙ্গার জলে ডুবিয়ে দিতে চেয়েছে নয়তো শ্বশানের আশেপাশে ফেলে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনেকগুলো লাশ আংশিক দাহ হয়েছে বাকিগুলোর শরীরের বিভিন্ন অংশ জলজ প্রাণীদের খাদ্যে পরিণত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, পুলিশ এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে। উন্নাও জেলার ম্যাজিস্ট্রেট সবগুলো মরদেহ দাহ করার নির্দেশ দিয়েছেন। লাশগুলোর সন্ধান পাওয়ার পর প্রথম দিকে এগুলো সোমবার অঞ্চলটিতে বিষাক্ত মদ পান করে মৃত্যুবরণকারীদের মরদেহ বলে গুজব ছড়িয়ে পড়েছিলো।