ইয়েমেনের প্রতিরক্ষা দপ্তরে হামলা : নিহত ২০

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের রাজধানী সানার বাব আল ইয়ামান এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২ জন বিদেশি চিকিৎসাকর্মী আছে বলে জানিয়েছে কয়েকটি হাসপাতাল সূত্র। ভবনের ভেতরকার কয়েকটি সূত্র মতে, গত ১৮ মাসের মধ্যে এটি ইয়েমেনে সবচেয়ে মারাত্মক হামলা। গতকাল বৃহস্পতিবারের এ হামলায় মন্ত্রণালয়ের হাসপাতালের ভেতরেও গোলাগুলি হয়। বন্দুকযুদ্ধে বেশিরভাগ বন্দুকধারীই নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার দায় কেউ স্বীকার করেনি। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মন্ত্রণালয় ভবনে দিনের কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে হামলা হয়। একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ি চালিয়ে ভবনের ফটকে বিস্ফোরণ ঘটায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণটি খুব ভয়াবহ ছিলো। এর কারণে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। ভবন থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। কর্মকর্তারা বলেন, ওই গাড়িকে অনুসরণ করা অন্য একটি গাড়ি ভবনের ভেতরে ঢুকে পড়ে গুলি ছোড়ে। বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিলো। তাদের সাথে সেনাদের গুলিবিনিময় হয়। এতে জঙ্গিরাসহ অন্তত ২০ জন নিহত হয় বলে জানিয়েছে একটি সামরিক সূত্র।