ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় ৭১ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে লাগাতার বোমা হামলায় গতকাল বুধবার কমপক্ষে ৭১ জন নিহত ও দু শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, গত পাঁচ বছরে যেসব সাম্প্রদায়িক সংঘাত হয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ। কারা হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট ইসলামী সংগঠনগুলো গত কয়েক বছরে শিয়া মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলার পরিমাণ বহুগুণ বাড়িয়েছে। শিয়া, সুন্নি ও কুর্দি মুসলমানদের নিয়ে গঠিত ইরাকের নাজুক সরকার সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘাতের কারণে বেশ চাপের মুখ আছে। এর মধ্যে গত এক মাসে সিরিয়ার গৃহযুদ্ধ এড়াতে হাজার হাজার মানুষ ইরাকে শরণার্থী হিসেবে প্রবেশ করে দেশটির পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে। গতকাল বুধবার বাগদাদের উত্তরাঞ্চলে শিয়াদের এলাকা বলে পরিচিত সদর সিটিতে দুটি গাড়িবোমা হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হন। এক রেস্তোরাঁমালিক জানান, তিনি এক বোমা হামলাকারীকে দেখেছেন।