ইবি’র কন্দর্পদিয়ার মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রতিবন্ধী কৃষকের মৃত্যু

জামজামি প্রতিনিধি: ইবি’র কন্দর্পদিয়া গ্রামের দরিদ্র বাকপ্রতিবন্ধী কৃষক আফিল (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে গ্রাম সংলগ্ন মাঠে নিজ ক্ষেতের পাকা ধান কেটে তা বহনের সময় বজ্রপাতে ঘটে। এ খবর গ্রামে পৌঁছুলে নিকটস্বজন স্ত্রী-সন্তানদের কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানা গেছে, বাকপ্রতিবন্ধী কৃষক আফিল উদ্দিন কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া গ্রামের মৃত আবু জোয়ার্দ্দারের ছেলে। স্ত্রী ফাতেমা খাতুন জানান, তারা স্বামী-স্ত্রী মিলে দুপুর ১২টার দিকে গ্রামের কেন্দ্রোর দাঁড়ি মাঠে পাকা ধান কাটতে যান। সামান্য জমির ধান দুজনে মিলে কেটে সারেন। ঠিক সোয়া ১টার দিকে মেঘ কালো হয়ে ওঠে আকাশ। বৃষ্টি পড়তে শুরু করে। পাকা শুকনো ধান ভিজে যাবে মনে করেই তড়িঘড়ি বোঝা বেঁধে কৃষক নিজের মাথায় তুলে নেন। স্ত্রী ফাতেমা দু হাতে ধানের আঁটি নিয়ে ক্ষেতের অপর আইল দিয়ে বাড়ির দিকে চলতে থাকেন। সামনে ক্ষেতের কাদা-জলের মাঝে বোঁঝা সমেত কৃষক আফিলকে পড়ে থাকতে দেখে আতকে ওঠেন তিনি। ছুটে গিয়ে কৃষকের কোনো সাড়া শব্দ না পেয়ে বাঁচাও বলে চিৎকার করেন। এ সময় মাঠের কৃষকরা ছুটে আসেন। গ্রামবাসীর সহযোগিতায় আফিল উদ্দিনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়। স্ত্রী ফাতেমার ছেলে মঙ্গল (৮ ) ও মেয়ে সুরাইয়া’র ( ৪) আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বিকেল সাড়ে ৫টায় কন্দর্পদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব গ্রাম্য কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়।