ইবির এফ ইউনিটের সাক্ষাৎকার ১৩ মে

স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি বাতিল হওয়া এফ ইউনিটের সাক্ষাৎকার সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী আগামী ১৩ মে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান। কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটের দ্বিতীয় বারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকায় শিক্ষার্থীদের সাক্ষাৎকার আহ্বান করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রকাশিত মেধাতালিকার ১ থেকে ১০০ জন শিক্ষার্থীদের ১৪ মে মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে আগামী ১৫ মে অপেক্ষমাণ তালিকার ১০১ থেকে ২০০ পর্যন্ত শিক্ষার্থীদের আহ্বান করা হবে। একই সাথে ওই দিন ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। ভর্তি শেষে ১৬ মে থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, নানা বাধা সত্ত্বেও সত্যের জয় হয়েছে। বর্তমান প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে যেকোনো কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। কেউ ভবিষ্যতে প্রশ্ন ফাঁসের মত দুঃসাহস দেখালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।