ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম আব্দুল মজিদ।ইফতার মাহফিলে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক ডা. একরামুল হক, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. হাসানুজ্জামান নূপুর, সদর হাসপাতালের আরএমও ডা. মাসুদ রানা, চক্ষু কনসালটেন্ট ডা. এম.বি আজম, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সেক্রেটারি অ্যাড. আশরাফুল ইসলাম খোকন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরতসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।বিএমএ’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন অতিথিদের স্বাগত জানান।

চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ইফতার মাহফিল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশক সমিতির সভাপতি তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শামীম রেজা ডালিম, শিল্প ও বণিক সমিতির পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হাজি সালাউদ্দিন চান্নু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোকন উদ্দিন মিলো।

এদিকে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার ইফতার ও দোয়া মাহফিল গতকাল চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, সৈয়দা নাফিস সুলতানা। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল ইসলাম।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

অপরদিকে আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের কুঠিপাইকপাড়ায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আফিজ উদ্দিন, লিটন মোল্লা, আনোয়ার হোসেন, দরবেশ শাই প্রমুখ। এ সময় জাতীয় সংসদের হুইপ এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের জন্য দোয়া করা হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা বিশিষ্ট মিলচাতাল ব্যবসায়ী কামরুল ইসলামের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়। গতশুক্রবার অনুষ্ঠিত দোয়া ও ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক জেলা বিএনপির ১নং যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, জেলা বিএনপি নেতা মজিবুল হক মালিক মজু, নজরুল ইসলাম চেয়ারম্যান, ফরিদুল ইসলাম শিবলু, সাইফুর রশিদ ঝন্টু, জীবননগর উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির আহ্বায়ক শাহজান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক সামসুজ্জামান ডাবলু, আজমত আলী, মনির হোসেন, মোস্তাফিজুর রহমান সোনা, আলতাব হোসেন, তালেব হোসেন, জেলা ছাত্রদল নেতা শাজাহান খান, মোমিনুর রহমান মোমিন, রাজিব হোসেন, মিল্টন, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন, নাজমুল হক, সুমন, তরিকুল ইসলাম, ইয়ামিন, পলাশ, রহিম, তুষার প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, যুগ্মসম্পাদক চেয়ারম্যান এ.এস.এম জাকারিয়া আলম, ইউনিয়ন সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, আ.লীগ নেতা আ. করিম, রবিউল হোসেন সুকলাল, ডা. রবিউল হক, শওকত আলী, আ. কাদের, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, আ. সালাম বিশ্বাস, অ্যাড. মুকুল, আ. হাকিম, ছাত্রলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, রানা প্রমুখ।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দামুড়হুদা খানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মনিরুল ইসলাম মুকুল, মাও. শহিদুল ইসলাম, শিবির নেতা সেলিম, জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মো. সাইফুল্লাহ।

কেরুজ চিনিকলে ইফতার মাহফিল

দর্শনা অফিস জানিয়েছে, কেরুজ চিনিকলের অতিথি ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ রাশীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাইয়ুম, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (কারখানা) ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, মনিরুল ইসলাম প্রিন্স, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে মাইওয়ান মাইচয়েজ শো-রুমের উদ্যোগে গতকাল রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে অবস্থিত শো-রুমে ইফতারের আগে দোয়া করা হয়। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক গাংনী উপজেলা পরিষদ শাখা ম্যানেজার আফজাল হোসেন, সেকেন্ড অফিসার আরঙ্গজেব, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, সদস্য কামাল হোসেন, মাইওয়ান মাইচয়েজ শো-রুমের ম্যানেজার ও ইনভেস্টর শফিউল বাশার, ইনভেস্টার রোকনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহ জালাল, গাংনী থানার এসআই আমির হোসেন ও এসআই সুশান্তসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।