ইফতারমাহফিল

 

 

            চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলা প্রশাসক মো. দোলোয়ার হোসাইনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অতিথিদেরকে স্বাগত জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ বিপ্লব গোস্বামী, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রমুখ। এ ছাড়া জেলা প্রশাসনের ইফতার মাহফিলে অতিথি হিসেবে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. চুয়াডাঙ্গা শাখার ইফতার ও দোয়া মাহফিল গতকাল ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ইফতার অনুষ্ঠানে গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সকল সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক।ছাত্রশিবিরের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মামুন রেজার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহা. আসাদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাড. মসলেম উদ্দিন,শিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি মুহা.মফিজুর রহমান জোয়ার্দার,হাফেজ বেলাল হোসেন,ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার গাইড সম্পাদক শেখ একরামুল হক,সজিবুর রহমান,উজ্জ্বল হোসেন,জেলা অর্থ ও এইচ আর ডি সম্পাদক মুহা.আমান উদ্দিন,মাদরাসা বিষায়ক সম্পাদক জাকারিয়া আলম,তথ্য ও প্রচার সম্পাদক মু.জাহিদুল ইসলাম,ফারুক আহমেদ, আনোয়ার হোসেন,ইব্রাহিম হোসেন প্রমুখ।

কুড়লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম,আলী মুনছুর বাবু,আ.লীগ নেতা শাহ এনামুল করিম ইনু,যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন,জামান তারিক,রবিউল হোসেন শুকলাল,মকছেদ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনু।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে ৫ শতাধিক দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে সুরাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার কেবি ব্যক্তিগত তহবিল থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জেএম রশীদুল আলম রশিদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফারত হোসেন খান,সাধারণ সম্পাদক খান মোকাদ্দেস আলী,ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মহেশপুর উপজেলা পরিষদের হলরুমে এই চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান,আওয়ামী লীগ নেতা আব্দুল হক মাস্টার। অনুষ্ঠানে উপজেলার ২৫টি পরিবারকে ৪ হাজার ৬শ টাকা করে এবং ১টি মন্দিরে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। দামুড়হুদা সদর ইউনিয়নে উপজেলা নির্বাহী মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপন্থিত থেকে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন। এর মধ্যে হাউলী ইউনিয়নে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার জুড়ানপুর ইউনিয়নে ২ হাজার ৫শ ৬২ জন,পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ১ হাজার ৭৫১,হাউলী ইউনিয়নে ২ হাজার ৭৯৫ এবং দামুড়হুদা সদর ইউনিয়নে ২ হাজার ৮৯৫ জন দুস্থ নারী-পুরুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত এ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান,দামুড়হুদা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম,ত্যাগ অফিসার নাসরিন সুলতানা,ইউপি সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে হাউলী ইউনিয়নের চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীরা অভিযোগ করে বলেন,মাথাপিছু ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ৮ কেজি করে।

দামুড়হুদা প্রতিনিধি আরও জানিয়েছেন, দামুড়হুদায় হুরছুন নেছা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন সিয়াম সুপার মার্কেটে হুরছন নেছা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. নুরুন্নবী মা-বাবার রুহের মাগফেরাত কামনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,আজিজুল হক আজিজ,আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন,আব্দুল জব্বার,ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সমন্বয়কারী জহির রায়হান,সিডিএফ’র আসমা হেনা চুমকি,বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশিদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন দশমী জামে মসজিদের ইমাম হাফেজ মহসিন আলী।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, মুন্সিগঞ্জ পানহাট বাজারে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন,বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন,বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্রাটসহ ইউনিয়নের মেম্বার, মহিলা মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়েনের বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণের অভিযোগ তুলে চাল বিতরণ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

জানা গেছে,গত পরশু মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়াদী ইউনিয়ন পরিষদে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন অনিয়মের অভিযোগ তুলে চাল বিতরণ বন্ধ করে দেন। তারা অভিযোগ তুলে বলেন, বাড়াদী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা তোবারক হোসেন ৪২৮টি কার্ডের মধ্যে অধিকাংশ কার্ড নিজ দলের লোকজনের মধ্যে বিতরণ করেছেন। এমনি অভিযোগ তুলে গত পরশু চাল বিতরণের সময় বিতরণ বন্ধ করে দেন আ.লীগের নেতাকর্মীরা।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর অফিসার্স ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি,সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর,ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন,উপজেলা ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল,জনতা ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল কাদির,উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন,উপজেলা হিসাবরক্ষণ অফিসার আশরাফুল ইসলাম,চিকিৎসক মাহমুদা খাতুন,পাথিলা কৃষি খামারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এমআর বাবু,সমবায় অফিসার আবুল কালাম আজাদ,পল্লি উন্নয়ন অফিসার আবু আফজাল মো. সালেহ,আনসার ভিডিপি অফিসার জহুরুল ইসলাম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা সহকারী ইন্সট্রাক্টর আনারুল ইসলাম প্রমখ। উপজেলা মসজিদের ইমাম মাও. আব্দুল জলিল ইফতার পার্টিতে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এছাড়াও কীটনাশক কোম্পানি ইনতেফার উদ্যোগে মুন্সী মার্কেটে ইফতার পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অ্যাকাউন্টস অফিসার আশাবুল হক,কোম্পানির রিজিওনাল ম্যানেজার ফেরদৌস হাসান তরুণ,দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবু,ঠিকাদার জাহিদুর রহমান মুকুল প্রমুখ। হাইস্কুলপাড়া মসজিদের ইমাম নওশের আলী ইফতার পার্টিতে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা হতে ১হাজার ৯শ দুস্থদের মধ্যে১০কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা কামাল, ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য ছাদেক আলী, শওকত আলী প্রমুখ।