ইন্দোনেশিয়ায় ঐশ্বরিক ক্ষমতার মোরগ!

 

মাথাভাঙ্গা মনিটর: আয়াম চেমানি। দুর্লভ প্রজাতির মোরগ। স্থানীয়দের বিশ্বাস-এটি জাদুর মোরগ, যার আছে ঐশ্বরিক ক্ষমতা! ইন্দোনেশিয়ায় এ মোরগের দাম বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকা! তবে মার্কিন মুলুক থেকে কিনলে, চোখের পলকে দাম হয়ে যাবে দ্বিগুন, মানে চার লাখ! সাধারণত মুরগীর মাংসের রং বড়জোর শাদা, লালচে বা বাদামি- এর বেশি তো নয়। কিন্তু এ মোরগের মাংস থমথমে রাতের মতো কালো! ইন্দোনেশিয়ান ভাষা আয়াম অর্থ মুরগি আর চেমানি অর্থ সম্পূর্ণ কালো। জাভা এর মূল উৎপত্তিস্থল। আয়াম চেমানির উৎপত্তি ইন্দোনেশিয়া। তবে খোদ ইন্দোনেশিয়াতেই এর খোঁজ পাওয়া মুশকিল। সেদেশের হাতে গোনা কিছু খামারি এ মোরগ পালন করে থাকেন। আয়াম চেমানির রক্ত বাদে চোখ, ঠোঁট, চামড়া, গিলা, কলিজাসহ দেহের আর সবই কালো। এরকম সর্বাঙ্গ কালো আর কোনো পশু-পাখি নেই।