আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতানের অপসারণের দাবি : পরিবহণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতানের অপসারণের দাবিতে বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার হাইরোডে বিক্ষোভ মিছিল করেছে।

অভিযোগসুত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের ব্যবহারের জন্য আলমডাঙ্গা থানা পুলিশ পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নেতৃবৃন্দের নিকট ৩০ টি মাইক্রোবাস দাবি করেন। উপজেলার সকল এলাকা থেকে গাড়ি সংগ্রহ করেও চাহিদা পূরণ হয়নি। বাধ্য হয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এসআই টিপু সুলতানের মাইক্রোবাসটিও রিক্যুইজিয়েশনের অন্তর্ভূক্ত করতে চেয়েছিলেন। বিষয়টি জানতে পেরে এসআই টিপু সুলতান ক্ষিপ্ত হয়ে উঠেন। গাড়ি রিক্যুইজিয়েশনের অগ্রগতি জানতে গতকাল দুপুরে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার লুতফুল কবীর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ডাকেন। সেকেন্ড অফিসারের সাথে দেখা করতে থানায় গেলে এসআই টিপু সুলতান তাদেরকে গালিগালাজ করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তার রুমে সবাইকে ডেকে নেন। সেখানে ওসির সামনেও টিপু সুলতান শ্রমিক নেতাদের অবৈধ মালামাল দিয়ে গাড়িসহ গ্রেফতার করার হুমকি দেন বলে জানিয়েছেন পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি শেখ রঞ্জু আহমেদ। ওই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউয়নিয়ন এসআই টিপু সুলতানের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে। বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি আইনাল হক, সম্পাদক লিটন হোসেন, মাইক্রোবাস সমিতির সভাপতি শেখ রঞ্জু ও সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে শহরে  বিক্ষোভ মিছিল বের করা হয়। এমন কী দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য প্রশাসনকে কোনো গাড়ি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ৯ তারিখের মধ্যে এসআই টিপু সুলতানকে অন্যত্র বদলি না করা হলে তারা জেলাব্যাপি গাড়ি চলাচল বন্ধ করে ধর্মঘট করার আল্টিমেটাম ঘোষণা করেছেন।