আলমডাঙ্গা কালিদাসপুর ও হারদী ইউনিয়ন আওয়ামী লীগের নিবার্চনীসভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বিএনপি-জামায়াত একজোট হয়ে নিবার্চন বানচালের চেষ্টা করছে

আলমডাঙ্গা ব্যরো: গতকাল শনিবার দিনব্যাপি পৃথক পৃথকভাবে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন, হারদী ও আলমডাঙ্গায় কর্মীসভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে নিবার্চনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, জয়নাল আবেদীন, শামীম আহমেদ, মঈনদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, আব্দার আলী, রাজু আহমেদ প্রমুখ।

অপরদিকে দুপুরে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে নিবার্চনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা উপপ্রচার সম্পাদক শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিদুল ইসলাম মুহিদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, তোবারক হোসেন, ছাত্রলীগ নেতা সৈকত প্রমুখ।

অন্যদিকে আলমডাঙ্গার হারদী বাজারে বিকেলে হারদী ইউনিয়ন ও কুমারী ইউনিয়নের উদ্যোগে নিবার্চনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজেক আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিরোধীদল মাথা খারাপের মতো কাজ করছে। শিক্ষা, চিকিৎসা সেবা, বিদ্যুত, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে এ সরকার ব্যাপক উন্নয়ন সাধন করেছে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত একজোট হয়ে কাজ করছে। তারা আগামী ৫ তারিখের নিবার্চনকে বানচাল করারও চেষ্টা করছে। তিনি জনতার উদ্দেশে বলেন, আপনারা সকল কাজ ফেলে ৫ তারিখের নিবার্চনে সবাই ভোট দিতে যাবেন। কেউ বাধা দিলে তা সরকার কঠোর হস্তে দমন করবেন। জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা মুন্না, জেলা উপপ্রচার সম্পাদক শওকত আলী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাউছার আহমেদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইযাকুব আলী,  হাসান জোয়ার্দ্দার, কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, সহসভাপতি মজিবার রহমান, আমিরুল ইসলাম মন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানুল্লাহ। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টু, ছাত্রলীগ নেতা আশরাফুল হক, সেলিম রেজা তপন, পারভেজ মিডেল, আওয়ামী লীগ নেতা আইনাল হক, আব্দুস সামাদ, খন্দকার হামিদুল ইসলাম আজম, হামিদুল হক, মোমেনা বেগম, মাসুদ রানা তুহিন, তানসেন আলী, যুবলীগ নেতা টাইগার, বিএম নাহিদ, মোজাম্মেল হক, রহমত আলী, আরিফুল ইসলাম, রবিউল ছেন্টু, মতি প্রমুখ।

সন্ধ্যায় আলমডাঙ্গার দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের পক্ষে ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।