আলমডাঙ্গা ইউসিসি লিমিটেডের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাচাই ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও এক জনের প্রত্যাহার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ইউসিসি লিমিটেডের নির্বাচনে প্রার্থীতা যাচাই-বাছাইকালে মোট ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ও এক জন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জানা যায়, আলমডাঙ্গা ইউসিসি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির পদে নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নজির হোসেন স্বাক্ষরিত বৈধ প্রার্থী ও বাতিলকৃত প্রার্থীদের নামের তালিকা আলমডাঙ্গা উপজেলা ইউসিসি লিমিটেডের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়েছে। বৈধ প্রার্থী তালিকায় রয়েছেন- শেখপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে মহিদুল হক, জোড়গাছা উত্তরপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে সহ-সভাপতি পদে আলী আশরাফ, কেশবপুর পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য পদে ইমরান আলী, নতিডাঙ্গা উত্তরপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য পদে আনিছুজ্জামান, জামজামি কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য পদে মহি উদ্দিন, জাঁহাপুর মুন্সিপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য পদে গোলাম কুদ্দুস, হাঁপানিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য পদে বিপ্লব হোসেন। বাতিলকৃত প্রার্থীদের নামের তালিকা হচ্ছে- সভাপতি পদে পুরাতন পাঁচলিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হায়দার আলী, বড়পুটিমারি কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে জাহান আলী, সদস্য পদে কুমারী কামালপুর মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্য মমতাজ বেগম। এছাড়া ইতঃপূর্বে সভাপতি পদে চিলাভালকি কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খন্দকার বজলুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বজলুর রহমান ইতঃপূর্বে একবার আলমডাঙ্গার ইউসিসি লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বাতিলকৃতরা বেশিরভাগই সংশ্লিষ্ট সমিতির সদস্য হিসেবে নিজের পক্ষে প্রমাণাদি হাজির করতে ব্যর্থ হওয়া, ১৮ নং ক্রমিক কাটাকাটি করে মিথ্যা তথ্য সন্নিবেশিত করাসহ নানা অভিযোগে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আলমডাঙ্গা ইউসিসি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে।