আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ সাহিত্যিক শামীম রেজার পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান। উদ্বোধন শেষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, চুয়াডাঙ্গা বিএডিসি’র উপ-পরিচালক তাজুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা বেগম, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী কর্মকর্তা আনোয়ার হোসেন ও মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সাত্তার। উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, ৮নং পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, কৃষক মোশারেফ হোসেন, আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, শেখ শফি উদ্দিন, সজল কুমার ব্যানার্জী, ইফতেয়ার উদ্দিন, আব্দুস সবুর, বোরহান উদ্দিন, হাফিজুর রহমান, নিজাম উদ্দিন, আখের আলী, আব্দুল বাসের, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, আব্দুল মান্না, খালিদ সাইফুল্লাহ প্রমুখ।