আলমডাঙ্গায় মুক্তিপণের ২০ হাজার টাকা দিয়েও ফেরত পাওয়া যায়নি অপহৃতর

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নগরবোয়লিয়া গ্রামের বাবর আলীকে অপহরণ করা হয়েছে। আলমডাঙ্গা শহরের রেলস্টেশনের নিকট থেকে গত পরশু মঙ্গলবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। মোবাইলফোনে ৩০ হাজার টাকা চাঁদাদাবি করেছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। তবে অনেকেই বিষয়টি রহস্যজনক বলে মনে করছে।
জানা গেছে, আলমডাঙ্গার নগরবোয়ালিয়া গ্রামের মৃত আলী আক্তারের ছেলে বাবর আলী মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে আলমডাঙ্গায় আসেন। এরপর থেকেই তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। তিনি অপহৃত হয়েছেন বলে রাতে মোবাইলফোনে কল করে দুর্বৃত্তরা তার পরিবারের কাছে ৩০ হাজার টাকা চাঁদাদাবি করে। ওই টাকা দিলে তাকে আলমডাঙ্গা রেলস্টেশনের কাছ থেকে ছেড়ে দেয়া হবে বলে ফোনে জানানো হয়। গতকাল বুধবার বাবর আলীর পরিবারের কাছে সারাদিন টাকার জন্য দেনদরবার করা হয়। অবশেষে বিকেলে ২০ হাজার টাকায় মিটমাট করে বিকাশের মাধ্যমে ওই টাকা পরিষোধ করার পর ওই ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার পরিবার আলমডাঙ্গা থানায় একটি জিডি করার প্রস্তুতি নিয়েছে।