আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে রায়লক্ষ্মীপুর গ্রামের মিন্টুকে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য গাঁজা সেবনের  অপরাধে উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের মিন্টুকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মাদকসেবী ব্যবসায়ী মিন্টু আলী (২৭) গত কয়েক মাস ধরে আইলহাস ইউনিয়নরে কোলবাগুন্দা গ্রামের গাঁজা ব্যবসায়ী  জামাল ফকিরের বাড়িতে বসবাস করে আসছিলো। জামাল ফকির কয়েকমাস ধরে বাড়িতে আসে না। জামাল ফকিরের বাড়িতে থেকে তার গাঁজার ব্যবসা ও তার সঙ্গীদের নিয়ে রাতে গাঁজার আসর জমাতো মিন্টু। কোলবাগুন্দা গ্রামে জামালের গাঁজার আসরে ঘোলদাড়ির ক্যাম্পে আইসি এএসআই আমীর হোসেন অভিযান চালিয়ে মিন্টুকে আটক করেন। এ সময় বাকিরা পালিয়ে যায়। ওই আসর থেকে একটি গাঁজা খাওয়া কলকে ও গাঁজা উদ্ধার করা হয়। পরে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত মিন্টুকে নিয়ে ভ্রাম্যমাণ আদতালতে  হাজির হলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিন্টুকে ৩ হাজার টাকা জরিমানা করেন।