আলমডাঙ্গায় গরু বোঝাই নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী জখম

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-হারদী সড়কে কামালপুর বটতলায় গরু বোঝাই নছিমনের ধাক্কায় মিরপুর শোকচাবাজিতপুরের বাইসাইকেল আরোহী রাজমিস্ত্রি জখম হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর কাজ শেষ করে আলমডাঙ্গা গ্রামে ফেরার পথে গরু বোঝাই নছিমনের ধাক্কায় ছিটকে পড়ে বাম পা ভেঙে যায়।
জানা গেছে, মিরপুর উপজেলার শোকচাবাজিতপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হাসিবুল (৪০) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা এলাকায় রাজমিস্ত্রিরীর কাজ করেন। গতকাল সোমবার সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গা-হারদী সড়কের কামালপুর বটতলা নামকস্থানে পৌঁছুলে পেছন থেকে গরু বোঝাই নছিমন তাকে ধাক্কা দেয়। আলমডাঙ্গা ঘোষবিলা গরু হাট থেকে একই উপজেলার মালিহাদ গ্রামের রবজেল আলীর ছেলে সেন্টু নছিমনে গরু বোঝাই করে বাড়ি ফিরছিলেন। কামালপুর বটতলা থেকে বাইসাইকেল আরোহী হাসিবুলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ সময় ওই গরু বোঝাই নছিমনের চাকা হাসিবুলের বাম পায়ের ওপর উঠে গেলে তার পা ভেঙে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।