আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৮৯তম শাখার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৮৯তম শাখার। গতকাল এক জনাকীর্ণ ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের এ শাখাটির উদ্বোধন করেন।এ সময় প্রধান উদ্বোধক অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, ১ম দিন থেকেই আলমডাঙ্গা শাখা অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত হবে।ফলে আলমডাঙ্গার গ্রাহকগণ সারাদেশে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮৮টি শাখায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। মানিগ্রামসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিদেশ ঠেকে বৈদেশিক মুদ্রা দ্রুত আনয়ন করতে পারবেন। এছাড়াও রয়েছে ইন্টারনেট ও এসএমএস ব্যাংকিং সেবা।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ নাজমুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এএসএম নিজামুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহি উদ্দীন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, সাবেক পৌর চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, সাবেক পৌর চেয়ারম্যান জেলা জাসদ আহ্বায়ক এম সবেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান, সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম আব্দুল মান্নান, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আবু তালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মুক্তিযোদ্ধ কমান্ডার সুলতান উদ্দীন জোয়ার্দ্দার, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও লন্ডন টাউয়ারের স্বত্বাধিকারী গোলাম রহমান সিঞ্জুল মিয়া, বিশিস্ট শিক্ষানুরাগী নূরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইয়াকুব আলি মাস্টার।

স্ট্যান্ডার্ড ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার মেজবা উদ্দীন আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজি শমসের মল্লিক, ফারটিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি রফিকুল ইসলাম।