আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে তিনটি বাড়িতে ভাঙচুর লুটপাট : মামলা

মোমিনপুর/মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।

জানা গেছে, কয়েকমাস আগে একই গ্রামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক কর্তৃক স্কুলছাত্রী ধর্ষণ অপচেষ্টার শিকার হয়। ওই ঘটনাটি ইব্রাহীমের স্ত্রী বেলীর সামনে ঘটে। সেই মামলার সাক্ষী ছিলেন বেলী। এ কারণে বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে শিয়ালমারী গ্রামের সোহাগের ছেলে মোতালেব, আমারতের ছেলে মোজ্জামেল ও আরাফাত, বটিয়াপাড়া গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম জানায়, গত সোমবার রাত ৯টার সময় গ্রামের সাবান, নান্টু, মান্টু, হাসমত, সাইফুল, আতিয়ার, আরিফ, শরিফ, শিমুল, শিপু, লাল্টু, টোকন, মজিদুল, বাক্কা ও ইমরানসহ ২০/২৫ জনের একটি দল আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও তিনটি বাড়ি ভাঙচুর চালিয়ে বাড়িতে থাকা সোনার গয়নাসহ টাকা-পয়সা লুটপাট করে। ওই রাতেই পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে গতকাল আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত মুছা, মজিবর, হজরত মিজান, ঝন্টু, ওল্টু, বিপুল জানায়, ওরা নিজেরাই নিজেদের ঘর ভেঙে আমাদের নামে থানায় মামলা দায়ের করেছে। বসতবাড়ির জমির রাস্তা নিয়ে গোলযোগের সূত্র ধরে আমাদের বাড়ি ও নিজেদের বাড়ি ভেঙে তার দায় আমাদের ওপর চাপাচ্ছে।