আলমডাঙ্গার বিনোদপুরের প্রভাবশালী আকরাম আলীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে পুকুর কাটার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের প্রভাবশালী ধনার্ঢ্য আকরাম আলী মণ্ডলের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছেন, তিনি এক্সিভেটর দিয়ে পুকুর কেটেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের ধণাঢ্য ব্যক্তি তাহের মণ্ডলের ছেলে গ্রামের প্রভাবশালী ব্যক্তি আকরাম মণ্ডল। তিনি নিজ গ্রামসংলগ্ন ডাউকি গ্রামের সরকারি খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে পুকুর কেটে নিয়েছেন। বেশ কয়েকদিন ধরে নিজের পুকুরের পাশের সরকারি জমি দখল করে  এক্সিভেটর মেশিন দিয়ে মাটি কেটে তিনি নিজ পুকুর সম্প্রসারণ করে নিয়েছেন। পূর্বে ওই জমি ডাউকি গ্রামের মৃত পিল্লাদ আলীর ছেলে আলমগীর ও পরে বিনোদপুর গ্রামের মৃত শাহার আলীর ছেলে হজরত ওই জমিতে গমের চাষ আবাদ করেছিলেন। গম নষ্ট করে আকরাম আলী মণ্ডল ওই জমি জোরপূর্বক দখল করে পুকুর কেটেছেন। এক্সিভেটর মেশিন দিয়ে বেশ কয়েকদিন ধরে তিনি সেখানে পুকুর কেটে নিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকাবাসী আরও জানায়, ডাউকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ঘটনাস্থলে গেলেও তিনি সরকারি জমি অবৈধভাবে দখলের বিরোধিতা করেননি। তার বিরূদ্ধে ম্যানেজ হওয়ার অভিযোগ তুলেছে এলাকাবাসী। আকরাম আলী কর্তৃক অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে পুকুরকাটা বিষয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামানকে অবহিত করা হলে তিনি বলেন, ডাউকি ভূমি অফিসকে দায়িত্ব দিচ্ছেন তিনি। তারপর তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন।