আলমডাঙ্গার বলরামপুরে রাস্তা দখলের চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি রাস্তা নিয়ে ষড়যন্ত্রের করার বিরুদ্ধে গ্রামের কয়েকজন গতকাল সংবাদ সম্মেলন করেছেন। গ্রামের আলী হোসেনসহ উপস্থিত গ্রামবাসী লিখিত বক্তব্যে জানান, তারা বলরামপুর গ্রামের খুলনাপাড়ায় দীর্ঘ ৬০ বছর যাবত বসবাস করছেন। তাদের যাতায়াতের জন্য ৪৭৪ দাগে একটি রাস্তা রয়েছে। ওই রাস্তাটি মরহুম আলফাজ উদ্দিনও মরহুমআজিজার রহমান জনসাধারণের যাতায়েতের জন্য দান করেন। যা বর্তমানে কালিদাসপুর ইউনিয়ন পরিষদের রাস্তা হিসেবে ১৯৭৬ সালে ম্যাপে অন্তর্ভুক্ত হয়। শাহাদত হোসেন গং ওই মালিকদের কাছ থেকে রাস্তার দাগ বাদে ৮৮৭ ও ৮৮৮ দু দাগে কয়েক শতক জমি ১৯৮১ সালে দলিল মুলে ক্রয় করেন। ৪৭৪ দাগের জমি ক্রয় করে নেই। সাহাদত হোসেন হঠাত করে গত ২৫ জুন সন্ধ্যায় ওই রাস্তার জমি নিজ দাবি করে জোরপূর্বক দখল করে ঘিরে দেয়। রাস্তাটিতে থাকা একটি বটগাছ কেটে নেয়। যার মূল্য ৯/১০ হাজার টাকা, পরবর্তীতে গত ১৩ জুলাই ইউনিয়ন পরিষদ দখলমুক্ত করে ডাব্লুবিএম রাস্তা নির্মাণ করে। এ রাস্তা সাহাদত আবারো জবরদখল করার জন্য নানা চক্রান্তে লিপ্ত হয়েছেন। এ ব্যাপারে সাংবাদিকদের মিথ্যা তথ্যদিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন।যা মিথ্যা ও বানোয়াট। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।