আলমডাঙ্গার পাঁচকমলাপুরেঐহিত্যবাহী ঝাঁপান প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

খাদিমপুর প্রতিনিধি:হাড়ি ও বাক্স থেকে বের হয়ে আসা খৈয়া গোখরা, পদ্ম গোখরা, কাল কেউটেসহভয়ঙ্কর সব বিষধর সাপ নিয়ে নানা মন্ত্র ও হাতের কসরতের মাধ্যমে খেলা দেখালেনসাপুড়েরা। গতকাল রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও হাজারও দর্শকেরউপস্থিতিতে অনুষ্ঠিতহয়ে গেলোআলমডাঙ্গার পাঁচকমলাপুর ও আলিয়াটনগর গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে গ্রামবাংলার ঐহিত্যবাহী ঝাঁপান (সাপখেলা) প্রতিযোগিতা। পাঁচকমলাপুর গ্রামের স্কুলপাড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৪টি দল। এ খেলার প্রথম পুরস্কার ছিলো ছাগল,দ্বিতীয় পুরস্কার ভেড়া। খেলায় প্রথম স্থান অধিকার করে শিবপুরের আমির এবং দ্বিতীয় হয় শৈলকুপা আশানপুরের সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনখাদিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল। তিনি বলেন, “যুগ যুগ ধরে বাংলাদেশে সাপের খেলা বাঝাঁপান খেলা চলে আসছে। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অংশ।কিন্তু বর্তমানে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এ খেলাগুলোবিলীন হতে চলেছে। এ কারণে আমরা স্থানীয়ভাবে এ ঝাঁপান খেলার আয়োজন করেছি।বিনোদনপ্রিয় মানুষের ব্যাপক উপস্থিতি আমাদের আগামীতেও এ ধরনের খেলার আয়োজনকরায় উৎসাহিত করবে।”এর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরিকরা আমাদের উদ্দেশ্য।” এছাড়াও উপস্থিত ছিলেন কমলাপুর ফাঁড়ির আইসি আকরাম হোসেন, আনন্দ মেম্বার,সাবেক আলাউদ্দিন মেম্বার,আশরাফ আলী, রশিদুর রহমান,খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, রাজিবুল ইসলামপ্রমুখ।এ ধরনের খেলার আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় সবাই এগিয়ে আসবেন, এ আশাই করছেন সাপুড়ে, এলাকাবাসী ও আয়োজকরা।