আলমডাঙ্গার নতিডাঙ্গা আবাসনের বরাদ্দকৃত ৪৭ টন গম হরিলুটের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো আলমডাঙ্গার নতিডাঙ্গা আবাসন প্রকপে বরাদ্দকৃত ৪৭ মেটিক টন গম ভরাটের নামে হরিলুট করার অভিযোগ উঠেছে। ইউনিয়নের এক ইউপি সদস্য লিখিত অভিযোগের মাধ্যমে এ অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে ইউনিয়নের ৬নং ইউপি সদস্য তপু রায়হান জানান,আলমডাঙ্গার ৪নং বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা আবাসন প্রকল্পের মাটি ভরাটের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ৪৭ মেট্রিক টন গম বরাদ্দ আসে। বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন এ গম দু’কিস্তিতে ৩২ টন উত্তোলন করে। লিখিত অভিযোগে জানানো হয়েছে আবাসনে একেবারেই নাম মাত্র মাটি ভরাটের কাজ করে চেয়ারম্যান দু’কিস্তির সব গম বিক্রি করে দিয়েছে। বাকি ১৫ মেট্রিক টন গম উত্তোলন করার চেষ্টা করছে। এভাবে আবাসনের গম হরিলুট করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওই মেম্বার।