আলমডাঙ্গার গড়চাপাড়ায় বিষ দিয়ে বাগডাশা হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গড়চাপাড়া পশ্চিমপাড়ায় মরা কবুতরের গায়ে বিষ মাখিয়ে মাঠে ফেলে রেখে একটি বাগডাশা হত্যা করেছে গ্রামবাসী। বাঘ ভেবে বাগডাশা হত্যা করে গ্রামের কতিপয় যুবক উল্লাস করেছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের বরকাদাড়ির মাঠে কৃষক একটি পশু মরে পড়ে থাকতে দেখে গ্রামে খবর দেয়। গ্রামে খরবটি ছড়িয়ে পড়লে অনেকেই পশুটিকে দেখতে ছুটে আসে। অনেকেই জানান, অনেক দিন ধরে মাঠের মধ্যে কয়েকটি বাঘসাদৃশ্য প্রাণী ঘুরে বেড়ায়। মানুষ দেখলেই পালিয়ে যায়। পরশু গ্রামের আনারুলের পানবরজে একটি মরা কবুতরের পেট চিরে বিষ ঢেলে দেয়া হয়। সেই বিষ মাখা কবুতর খেয়ে রাতেই বাগডাশাটি মারা যায়। সকালে বাঘ ভেবে গ্রামের কতিপয় কিশোর আকাশ, হোসেন, দুদুসহ অনেকেই মরা বাগডাশাটি গ্রামে নিয়ে আসে।