আলমডাঙ্গার গড়গড়ি আবাসনের গাছ কাটার পর ভূমি অফিস কর্তৃক জব্দ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আবাসনের দুটি মোটা শিমুল গাছ কেটে বিক্রি করার সময় মুন্সিগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা কর্তৃক জব্দ করা হয়।

জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার গড়গড়ি আশ্রায়ন প্রকল্পের ১ নং সেডের ৩ নং রুমের বাসিন্দা মৃত ইলার ছেলে মজিবর আশ্রায়নের পেছনের ২টি শিমুল গাছ কেটে সোনাতনপুর গ্রামের মৃত মুনছুরের ছেলে আমিরের নিটক বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আমজাদ হোসেন ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ দুটি জব্দ করেন। এ ব্যাপারে মুন্সিগঞ্জ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা করা হতে পারে।