আম খেয়ে এক পরিবারের নয়জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর কলাপাড়ায় আম খেয়ে অসুস্থ হওয়ার পর একই পরিবারের নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের ছিদ্দিক মাদবর (৪৫), তার স্ত্রী রাশিদা বেগম (৩৭), ছেলে ওসমান মাদবর (১৮), ইয়াসিন মাদবর (১৬), হোসেন মাদবর (১৩), মেয়ে খাদিজা বেগম (২২) ভানু বেগম (১০), শিউলী (২) এবং নাতি সাব্বিরকে (৭) কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক এমএ মতিন জানান, অর্ধচেতন অবস্থায় এরা হাসপাতালে ভর্তি হয়। কেমিকেল মেশানো আম খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের সদস্য শিমুল জানান, কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার এক আমবিক্রেতার কাছ থেকে সোমবার তার শ্বশুর আম কিনে আনেন। রাতে সবাই ওই আম খায়। এর পরই দফায় দফায় বমি ও পায়খানা করতে থাকে সবাই। সকালে একজনকে ও দুপুরে বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *