আমঝুপিতে গাইড লাইন নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা গাইড লাইন বিষয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মতবিনিময়সভা গতকাল রোববার সকাল ১০টায় আমঝুপি মউক’র নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযান’র সহায়তায় মউক এ সভার আয়োজন করে। মানব উন্নয়ন কেন্দ্র মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ড। বক্তব্য রাখেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি সাইদুর রহমান, হাসেম আলী, রেকাব উদ্দীন, ওয়াজেদ আলী। সভায় শিক্ষক, এসএমসি সদস্য, জন প্রতিনিধি, পিটিএ সদস্য ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *