আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনব : খালেদা জিয়া

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, সুশাসন, আইনের শাসন আজ নেই বললেই চলে। প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতাসীন সরকার সকল বিরোধী মতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, প্রতিষ্ঠা করবো মানুষের অধিকার। আমরা জানি এ লড়াই কঠিন লড়াই। কিন্তু যে জাতি লড়াই করে স্বাধীন হয়েছে তাদের কাছে এ লড়াই কোনো কঠিন লড়াই নয়। গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যত্’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। দুটি সেশনে সেমিনার হয়। সকাল দশটায় প্রথম সেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। এ সেশনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারেন নি। দ্বিতীয় সেশনে সভাপতি হিসেবে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। সেমিনারে ৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধারা: প্রসঙ্গ মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, ড. আ ফ ম ইউসুফ হায়দারের উচ্চ শিক্ষা ও প্রাগ্রসর শিক্ষা, ড. সিরাজুল ইসলাম ও ড. এ এন এম সালাহ উদ্দিনের বাংলাদেশের প্রাথমিক শিক্ষা: বর্তমান ও ভবিষ্যত্, শাহ শামীম আহমদের বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার বর্তমান বাস্তবতা, ড. মোহাম্মদ সাব্বির, মোস্তফা খান ও প্রকৌশলী মোহাম্মদ ইকবাল লিখিত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদগণ। সমাপনী অধিবেশন পরিচালনা করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম ও দলের সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।