আন্দুলবাড়িয়ায় লাউভর্তি কাটুন থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: কাঁচামালের ট্রাকে ঢাকায় চালান দেয়াকালে অভিনব কায়দায় লাউভর্তি কাটুনে প্রায় ৭০ বোতল ফেনসিডিল ট্রাকশ্রমিকদের হাতে ধরা পড়েছে। এ সময় জনতার ধাওয়ার খেয়ে করিমনচালক গাড়ি ফেলে সটকে পড়েছে। বিক্ষুদ্ধ জনতা এ সময় হরিলুট চালিয়ে প্রায় ৩০ বোতল ফেনসিডিল গায়েব করে দেয়। পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিলসহ করিমনটি জব্দ করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্দুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় অজ্ঞাত করিমনচালক ৩ কাটুন লাউ নিয়ে আন্দুলবাড়িয়া বাজারে আসে। জিতু, হাবিব ও ইব্রাহিম লেখা কাটুন ৩টি আন্দুলবাড়িয়া থেকে কাঁচামালের ট্রাকে ঢাকা কাওরান বাজারের ইব্রাহিম মিয়ার ঘরে যাবে। সংশ্লিষ্ট  ট্রাকের শ্রমিকদের সন্দেহ দেখা দিলে তারা চ্যালেঞ্জ করে। অবস্থা বেগতিক দেখে করিমনচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতা কাটুন ৩টি কেটে ফেনসিডিল পেয়ে হরিলুট চালায়। খবর পেয়ে জীবননগর থানার ওসি সিকদার মশিউর রহমানের নির্দেশে এসআই আবুল হাশেম ও উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আন্দুলবাড়িয়া অগ্রণী ব্যাংক শাখা চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৪০ বোতল ফেনসিডিলসহ করিমনটি জব্দ করে।