আত্মসমর্পণের পর সেই ওসি হেলাল কারাগারে

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদেরকে নির্যাতনের দায়ে সাজাপ্রাপ্ত খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিন আদালতে আত্মসমর্পন করেছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল রোববার দুপুর ৩টার দিকে ওসি হেলাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুখ্য আলমগীর কবির রাজ।

উল্লেখ্য, গত ১৭ মে আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় হেলাল উদ্দিনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। সে সময় মামলার মূল আসামি হেলাল উদ্দিন পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতেই অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ কারাদণ্ডের আদেশ দেন। ২০১১ সালের ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র আবদুল কাদেরকে আটক করে নির্যাতন করা হয়। ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনকে আসামি করে আবদুল কাদের মামলা করেন। একই বছর ২৬ মার্চ খিলগাঁও থানা পুলিশ হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১২ সালের ১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।