আজ তারাবি : আগামীকাল সোমবার থেকে রোজা শুরু

 

 

স্টাফ রিপোর্টার: গতকালশনিবার বাংলাদেশের কোথাও ১৪৩৫ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখাযায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। রমজান শুরু হবে আগামীকালসোমবার। আজ রোববার দিনগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহরি খেয়ে বাংলাদেশেরমানুষ রোজা রাখবেন সোমবার।গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।সন্ধ্যাসোয়া ৭টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বসে চাঁদদেখা কমিটির সভা। রাত ৮টা পর্যন্ত দেশের কোথাও চাঁদ দেখার কোনো সংবাদপায়নি কমিটি। এদিকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে পবিত্র রজমান মাস শুরুহচ্ছে আজ রোববার। সৌদি আরবের শুরা কাউন্সিল জানিয়েছে গতকাল শনিবার ছিলোশাবান মাসের শেষ দিন। ফলে আজ রোববার এখানে রোজা শুরু হবে।

বাহরাইনেরসুপ্রিম কাউন্সিল অব ইসলামিক অ্যাফেয়ার্স একই ঘোষণা দিয়েছে।কাতারেরক্রিসেন্ট মুন সাইটিং কমিটি জানিয়েছে, আজ পবিত্র রমজান মাস শুরু হবে।সংযুক্ত আরব আমিরাতের দা ইউনিয়ন মুন সাইটিং কমিটি গতকাল শনিবার সন্ধ্যায়জানিয়েছে, আজ রোববার এখানে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ।পবিত্র রমজান মাসমুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রহমত, বরকত ও মাগফেরাতের এমাসে রোজা রাখার পাশাপাশি পবিত্র খতমে কোরআন ছাড়াও বেশি বেশি ইবাদত বন্দেগীকরেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর বেশি সওয়াবের আশায় এ মাসেই জাকাত প্রদানকরেন ধনাঢ্য মুসলমানরা। রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজধানীতে মিছিলকরেছে মুসল্লিরা। ইসলামিক ফাউন্ডেশন এবার প্রত্যেক মসজিদে একই পদ্ধতিতেতারাবিহ পড়ার আহবান জানিয়েছে।এদিকে সৌদি আরবে রোববার থেকে পবিত্র রমজানশুরু হচ্ছে। এ হিসেবে একদিন পর অর্থাৎ ৩০ জুন সোমবার থেকে বাংলাদেশে রোজাশুরু হচ্ছে।