আইনশৃঙ্খলা বিঘ্নসৃষ্টিকারীকে কঠোর হস্তে দমন করা হবে

আলমডাঙ্গা ফরিদপুর গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণ আলোচনাসভা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলায় ১ হাজার ৪৩০জন মাদকসেবীর তালিকা করা হয়েছে। এ পর্যন্ত ৮৩ জন মাদকব্যবসায়ী এবং ৩৮৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আরও ২৪ জন মাদকব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ সমাজে কিছু মানুষ শাদা পোষাকে ভদ্র লোক সেজে মাদকের সাথে জড়িত আছে। তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। আলমডাঙ্গার ২জন কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা। আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশের সকল উপজেলার মধ্যে আলমডাঙ্গা উপজেলাকে প্রথম মাদক মুক্ত ঘোষণা করতে চাই। আইনশৃঙ্খলা বিঘ্নসৃষ্টিকারীকে কঠোর হস্তে দমন করা হবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সমীর দে, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন, প্রধান শিক্ষক মিরাজুন নেছা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম মন্টু ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী মাহমুদুল হাসান চঞ্চল। বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ, রিপন শাহ, বাবলু মেম্বার, বিপ্লব মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, শাহীন রেজা, সাইফুর রহমান, রাজু আহম্মেদ, আহসান হাবিব, সমাজকর্মী মিশর বিশ^াস, সাইজদ্দিন আহমেদ সোনা, জয়নাল মেম্বার, নজরুল ইসলাম ওল্টু, রমজান আলী, মমিনুর রহমান, মিনারুল হক, শাহাবুল হক, টিপু, আনোয়ার হোসেন, কামরুজ্জামান, শহিদুল ইসলাম সাবু প্রমুখ।