অন্ধ্রপ্রদেশে হেলেনের আঘাতে দুজন নিহত

মাথাভাঙ্গা মনিটর: পাইলিনের ক্ষত শুকাতে না শুকাতেই এবার ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন। এতে ২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অন্ধ্রপ্রদেশ আঘাত হানে ঘূর্ণিঝড়টি। হেলেন আঘাত হানার আগেই এর প্রভাবে গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় সেখানে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশ’ থেকে একশ’ বিশ কিলোমিটার ছিলো। ভয়াবহ ক্ষতির আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে জারি করা হয়েছে সতর্কতা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান এম শশিধর রেড্ডি জানিয়েছেন, ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে উপকূলে বসবাসকারী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশে প্রায় ৩৫০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া আরো ১৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। অক্টোবরে উড়িষ্যার গোপালপুরের আঘাত হানে ঘূর্ণিঝড় পাইলিন। ঘূর্ণিঝড় পাইলিনের পর এবার অন্ধ্রপ্রদেশে আঘাত হানল হেলেন। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের প্রাকাশন, গুন্তার এবং কৃষ্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *