মুজিববর্ষ পালনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদার সাথে পালনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাসির আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামশুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, ত্রাণ বিষয়ক সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ আলী রেজা সজল। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, যুব মহিলা লীগ নেত্রী আফরোজা পারভীন, শম্পা, সাথী। শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক ও সাধারণ সম্পাদক রিপন ম-ল, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, যুবলীগ নেতা আব্দুল কাদের, শামীম আহমেদ সুমন, আব্দুর রশিদ, বুলবুল, শেখ সেলিম, মোমিন, জালাল, পিন্টু, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, অয়ন জোয়ার্দ্দার, হিমেল, টোকনসহ অন্যান্য সকল সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় সকল উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নিম্নরুপ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ১৭ মার্চ ২০২০ জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ। সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধা মতো সময়ে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল আয়োজন। দলীয় কার্যালয়ে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার। সন্ধ্যা ৬টার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তাবায়ন কমিটির আয়োজনে একযোগে সকল গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান ঘরে বসে দেখা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ রাত ৮টায় আতশবাজি।