দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক : পাচারকৃত ৩ শিশু-কিশোর ৩ বছর পর ফিরলো আপন ঠিকানায়

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারকারীচক্রের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া তিন শিশু-কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। অবশেষে ৩ বছরের মাথায় আপন ঠিকানায় ফিরলো ৩ জনই।

জানা গেছে, বছর তিনেক আগে বেনাপোলসহ দেশের বিভিন্ন সীমান্ত পথে পাচারকারীচক্র ভারতে পাচার করে যশোরের রেলগেট রায়পাড়ার কেয়াম রানার ছেলে সোহেল রানা (১২), মুরুলিমোড় খাঁপাড়ার বাবু মণ্ডলের ছেলে বিপ্লব মণ্ডল (১৪) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নারায়নদিয়া খালপাড়ার আব্দুস সামাদ মোল্লার ছেলে নুর ইসলাম মোল্লাকে (১২)। এ তিন শিশু-কিশোরকে ভারতে পাচার করা হলেও তারা ভারতের বনগা রেলস্টেশন এলাকায় জিআরপি পুলিশের হাতে আটক হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় পাচারকারীচক্রের সদস্যরা। অবৈধ অনুপ্রবেশের কারণে তিনজনকে রাখা হয় কৃষ্ণনগর সেভহোমে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে তিন শিশু-কিশোরকে বিজিবির হাতে সোপর্দ করে বিএসএফ। বিজিবি ওই তিনজনকে গ্রহণ করে দামুড়হুদা থানা পুলিশে সোপর্দ করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন, ভারতের গেদে বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র প্রসাদ, ডিআইবি ইন্সপেক্টর সুধারাম, চেকপোস্ট পুলিশের ইন্সপেক্টর অবরিক সরকার ও কৃষ্ণনগর সেফহোমের সুপার সঞ্চয় সরকার বাংলাদেশের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, দামুড়হুদা থানার এসআই আব্দুল্লাহ আল মামুন, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই সায়েদুজ্জামান। পুলিশ বলেছে, গতকালই তিন শিশু-কিশোরকে পরিবারের সদস্যদের হাতে সোপর্দ করা হয়েছে। তবে জয়নগর সীমান্তে ওই তিন শিশু-কিশোরের কোনো স্বজনকে দেখা যায়নি।