চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা এবারো প্রাধ্যান্য সরোজগঞ্জের প্রতিযোগীদের প্রথম স্থান দখল করলেন সিরাজুল ইসলাম

ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় দর্শনা রেলগেট থেকে দূরপাল্লার ম্যারথন দৌঁড় শুরু হয়। প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ম্যারথন দৌড় প্রতিযোগিতার আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। এর পর চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহাবুব বাঁশি বাজিয়ে প্রতিযোগিতা শুরু করেন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা এনডিসি মোহাম্মদ মোখলেছুর রহমান, আরডিসি সায়েমুজ্জামান, সহকারী কমিশনার (ত্রাণ ও পুনর্বাসন) সুহেল মাহমুদ, সহকারী কমিশনার মু. রেজা হাসান, আনোয়ার সাদাত, রুহুল আমিন, মুনিবুর রহমান, হাউলী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতার শুরুতে ২২ জন প্রতিযোগী দৌঁড় শুরু করলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় মাত্র ৬ জন। এরা হলো- সরোজগঞ্জের সিরাজুল ইসলাম ১ ঘন্টা ১০ মিনিট সময় নিয়ে প্রথম স্থান, সরোজগঞ্জের আ. মান্নান ১ ঘন্টা ১২ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান, একই এলাকার সাইফুল ইসলাম ১ ঘন্টা ১৯ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান, চুয়াডাঙ্গার তানভীর আহম্মেদ সোহেল ১ ঘন্টা ২৫ মিনিট সময় নিয়ে চতুর্থ স্থান, চুয়াডাঙ্গার আলাল হোসেন ১ ঘন্টা ২৫ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থান ও দামুড়হুদা জয়রামপুরের মিঠুন ১ ঘন্টা ২৭ মিনিট সময় নিয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেন।   প্রতিযোগিতায় গতবারের ন্যায় এবারো প্রাধ্যান্য ছিলো সরোজগঞ্জের প্রতিযোগীদের। প্রতিযোগিতার সমাপ্তি স্থান ছিলো চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর ঘুরে পৌরসভা মোড় হয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে। প্রতিযোগিতা শেষে ম্যারথন দৌঁড়বিদদের হাতে প্রাইজমানি তুলে দেন প্রতিযোগিতার আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।